কম্পিউটারবিজ্ঞানের নোবেলখ্যাত টুরিং পুরস্কার পেলেন এআই পথিকৃৎ দুই বিজ্ঞানী
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 06-03-2025
ফাইল ছবি : সংগৃহীত

কম্পিউটারবিজ্ঞানসংক্রান্ত কাজ ও গবেষণার জন্য সম্মানজনক পুরস্কার হিসেবে আলোচিত টুরিং পুরস্কার। ব্রিটিশ গণিতবিদ অ্যালান টুরিংয়ের নামে পরিচিত কম্পিউটারবিজ্ঞানের নোবেলখ্যাত এই পুরস্কার দিয়ে থাকে অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি (এসিএম)। ২০২৪ সালের টুরিং পুরস্কার পেয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট গবেষণা ও উন্নয়নের পথিকৃৎ অ্যান্ড্রু জি বার্তো ও রিচার্ড এস সাটন।

 

দুই বিজ্ঞানীকে রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের জন্য পুরস্কার দেয়া হয়েছে। এই পদ্ধতি একটি মেশিন লার্নিং কৌশল, যা এআই সিস্টেমকে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ সহায়তা করে। পুরস্কার হিসেবে যৌথভাবে ১০ লাখ মার্কিন ডলার পেয়েছেন তাঁরা।

 

১৯৭০ দশকের শেষের দিকে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস আমহার্স্ট বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করেন বার্তো ও সাটন। তাঁদের গবেষণা সাম্প্রতিক বছরে বেশ গভীরভাবে এআইয়ের সাফল্যের ভিত্তি স্থাপন করেছিল। রিইনফোর্সমেন্ট লার্নিং নিয়ে তাঁদের কাজ এআইকে অনেক দূরে নিয়ে গেছে। দুই বিজ্ঞানীর এআই নিয়ে কাজের প্রভাব অনেক। তবে বর্তমানে এআই প্রযুক্তিকে জনসাধারণের সামনে যেভাবে প্রকাশ করা হচ্ছে, তা নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন তাঁরা।

কম্পিউটার বিজ্ঞানী অ্যান্ড্রু জি বার্তোর জন্ম ১৯৪৮ সালে। তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস আমহার্স্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের ইমেরিটাস অধ্যাপক। বার্তো আধুনিক কম্পিউটেশনাল রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের ক্ষেত্রে তাঁর মৌলিক অবদানের জন্য সর্বাধিক পরিচিত।

রিচার্ড এস সাটন কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক ও কিন টেকনোলজিসের বিজ্ঞানী। সাটনকে আধুনিক কম্পিউটেশনাল রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। টেম্পোরাল ডিফারেন্স লার্নিং ও পলিসি গ্রেডিয়েন্ট পদ্ধতি নিয়ে তিনি বিভিন্ন ধরনের গবেষণা করেছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে, দ্য ভার্জ

 

শেয়ার করুন