রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকড়াছড়ি পাড়ার বটতলা নামক এলাকায় জিপ ও মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ৪ঠা মার্চ শনিবার বিকাল ২ ঘটিকার সময় এই ঘটনা ঘটে।
খবর পাওয়ার পর চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
তিনি বলেন, হাসপাতালে প্রেরণের পর মোটরসাইকেল চালক বাঙ্গালহালিয়ার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রবির ছেলে মোঃ আরিফ ২৫ মৃত্যুবরণ করেন এবং গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য মোটরসাইকেল আরোহী গরু ব্যাপারী শীলক ইউনিয়নের বাসিন্দা মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ শাহেদকে ৫০ চট্টগ্রাম মেডিকেল প্রেরণ করা হয়েছে।
এদিকে মৃত আরিফকে ময়নাতদন্ত করার ব্যাপারে তার পরিবারের সাথে কথা বলবেন বলেও জানান তিনি।
এদিকে এই ঘটনার ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানায় অতিরিক্ত গতিবেগে জিপ চালানোয় এই দূর্ঘটনা ঘটনা ঘটে।এর পূর্বেও বেপরোয়া গতিতে জিপ চালানোর কারনে আরও বহু নিরহ মানুষের প্রান নেয়। এর সঠিক ব্যবস্হা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের প্রতি এলাকা বাসীর দাবি জানান।