কাজাখস্তানের আকতাউ শহরের কাছে আজ বুধবার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটি ৬২ জন যাত্রী ও ৫ জন ক্রু নিয়ে আজারবাইজান থেকে রাশিয়ার দিকে যাচ্ছিল। কাজাখস্তান কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে। তারা বলেছে, এ ঘটনায় ২৫ জনকে জীবিত উদ্ধার হয়েছে।
উড়োজাহাজটির পরিচালনা করে আজারবাইজান এয়ারলাইনস। ভিডিওতে দেখা গেছে, মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। বিধ্বস্ত হওয়ার এলাকা থেকে ঘন-কালো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা উড়োজাহাজের আগুন নিভিয়ে ফেলেছেন। আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজারবাইজান এয়ারলাইনস কর্তৃপক্ষ বলেছে, এমব্রেয়ার ১৯০ উড়োজাহাজের জে২-৮২৪৩ ফ্লাইটটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ায় গ্রোজনি শহরের উদ্দেশে রওনা করেছিল। কিন্তু এটি কাজাখস্তানের আকতাউ শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরের একটি জায়গায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এ সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার বার্তা সংস্থাগুলো বলেছে, গ্রোজনিতে কুয়াশার কারণে উড়োজাহাজটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।
রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের খবরে বলা হয়, এ ঘটনায় কারিগরি সমস্যাসহ অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কাজাখস্তানে কর্তৃপক্ষ।