চীনে যন্ত্রচালিত গাড়িতে ব্যবহার বাড়ার আশায় গ্যাস অয়েলের দাম ১৫ শতাংশ বেড়েছে। সেই সাথে উড়োজাহাজের জ্বালানির মূল্যও মাত্রাতিরিক্ত বেড়েছে। বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গতকাল ১৭ জুন (শুক্রবার) প্রতি মিলিয়নে (১০ পিপিএম) গ্যাস অয়েলের দাম বেড়েছে। প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৬৫ দশমিক ১৫ ডলারে। এক সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ। ২০১৪ সালের পরও তা সর্বোচ্চ মূল্য।
এদিকে জেট ফুয়েলের দরও উঠেছে। প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৫৭ দশমিক ১৮ ডলারে। ২০০৯ সালের পর যা সর্বোচ্চ মূল্য।
সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী গ্যাস অয়েলের মজুত কমেছে। পাশাপাশি ২০১৭ সালের রপ্তানিও হ্রাস পেয়েছে। সম্প্রতি ১০ পিপিএম গ্যাস অয়েলের দুটি চুক্তি হয়েছে। তবে জেট অয়েলের কোনও চুক্তি হয়নি।