দ্রুত সুস্থ হয়ে উঠছেন পেলে
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 08-12-2022
ফাইল ছবি : সংগৃহীত

শ্বাসনালিতে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি আছেন পেলে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে।

 

গত মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয় পেলেকে। এরপর থেকে তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে গোটা ফুটবলবিশ্ব। গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ত্রোপচার করে পেলের শরীর থেকে টিউমার অপসারণ করা হয়। এরপর থেকে কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয় তাকে। ফলে প্রায়ই অসুস্থ থাকতেন তিনি। এছাড়া তিন সপ্তাহ আগে কোভিডে আক্রান্ত হন পেলে। কোভিডের কারণেই তার শ্বাসনালি আক্রান্ত হয়।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পেলের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করে তার শ্বাসনালির সংক্রমণ শনাক্ত করা গেছে। বিশেষত শ্বাসনালির সংক্রমণ থেকে তিনি দ্রুত সেরে উঠছেন তিনি। চেতনা ফিরে পেয়েছেন এবং তাকে আমরা সাধারণ বেডে স্থানান্তর করেছি। তিনি এখন সুস্থ।'

শেয়ার করুন