পাকিস্তানের জাতীয় পরিষদ (সংসদ) ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী। আজ ৩ এপ্রিল (রোববার) এ ঘোষণা দেন তিনি। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাশিম খান সুরি। এরপরই প্রেসিডেন্ট আরিফ আলভীকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দেন ইমরান খান।
পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডনের প্রতিবেদনে বলা হয়, অনাস্থা প্রস্তাব নাকচের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইমরান খান। দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সংসদ ভেঙে দেওয়ার জন্য প্রেসিডেন্টকে প্রস্তাব পাঠিয়েছেন। আপনারা পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নেন।
তবে ইমরান খান হাল ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন। শনিবার রাতে এক টিভি চ্যানেলের প্রশ্নোত্তরে ইমরান খান বলেন, শেষ মুহূর্তে কিছু চমক আসবে। তিনি শেষ বল পর্যন্ত খেলবেন। অনাস্থা প্রস্তাবকে তিনি বিদেশিদের প্ররোচনায় দুর্নীতিগ্রস্ত বিকিয়ে যাওয়া বিরোধীদের চাল বলে আখ্যায়িত করে আসছেন। ইমরান জনগণকে এর প্রতিবাদে রাস্তায় নামারও আহ্বান জানিয়েছেন।