বাইডেন সরে দাঁড়াক: নিজেদের মধ্যে বৈঠকে ডেমোক্র্যাট নেতাদের মত
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 08-07-2024
ফাইল ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে জো বাইডেনের ওপর চাপ বাড়ছে। নতুন করে এ আহ্বান জানিয়েছেন তাঁর দল ডেমোক্রেটিক পার্টির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা। তবে প্রকাশ্যে নয়, নিজেদের মধ্যে এক বৈঠকে বিষয়টি তুলেছেন তাঁরা। দ্য নিউইয়র্ক টাইমস ও সিবিএসসহ বেশ কয়েকটি  মার্কিন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিসের সঙ্গে ওই বৈঠকে অংশ নেন দলটি থেকে নির্বাচিত কয়েকজন কংগ্রেস সদস্য। তাঁদের মধ্যে জেরি নাডলার, মার্ক টাকানো ও অ্যাডাম স্মিথ নির্বাচন থেকে বাইডেনের সরে যাওয়ার পক্ষে মত দেন। জ্যেষ্ঠ নেতা জো মোরেলে ও জিম হিমেসও এতে সায় দিয়েছেন বলে সংবাদমাধ্যমে এসেছে।

শেয়ার করুন