জাল ভোট দেওয়ার চেষ্টা হলে ভোট বন্ধ: আহসান হাবিব
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 30-12-2023
ফাইল ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, কেন্দ্রের মধ্যে যদি কেউ জোরাজুরি করে, যদি একটি ভোটও জাল দেওয়ার চেষ্টা করে, তাহলে ভোটকেন্দ্র বন্ধ করে চলে যাবেন। আমরা সেখানে পুনরায় নির্বাচন দেব।

 

শনিবার সকালে যশোরের মনিরামপুরে মনিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে নির্বাচনে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণকালে তিনি এ নির্দেশ দেন।
 

 

তিনি আরও বলেন, যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, আপনারা সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। যদি সেটি সম্ভব না হয়, আপনারা আপনাদের জীবন বাঁচিয়ে কেন্দ্র বন্ধ করে চলে যাবেন। কিন্তু কোনো পরিস্থিতিতেই ভোটে কারচুপি হতে দেবেন না।

 

এদিকে দুই দিনব্যাপী এ কর্মশালায় মণিরামপুর উপজেলার ২ হাজার ৭০০ ভোটগ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণ নেবেন।

শেয়ার করুন