আশুলিয়ায় দুটি কারখানার শ্রমিকদের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি, আহত হয়ে ১ শ্রমিক হাসপাতালে
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 29-09-2024
ফাইল ছবি : সংগৃহীত

ঢাকার পাশে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে দুটি কারখানার শ্রমিকদের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা দেড়টার দিকে কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিন শ্রমিক আহত হয়েছেন।

কারখানার শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকে অধিকাংশ শিল্পকারখানায় কাজ শুরু করেন শ্রমিকেরা। তবে সকালে বন্ধ থাকা লুসাকা গ্রুপের কারখানার শ্রমিকেরা কারখানার সামনে উপস্থিত হয়ে কারখানা খুলে দেওয়ার দাবি জানান। শ্রমিকেরা সম্প্রতি তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারেরও দাবি করেন। একপর্যায়ে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হলে শ্রমিকেরা সেখান থেকে সরে যান। সকালে মণ্ডল নিটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা বন্ধ কারখানা খুলে দেওয়া ও তাঁদের কারখানার দুজন শ্রমিককে মারধর করা হয়েছে দাবি করে কারখানা-সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে দেন। এরপর এ দুটি কারখানার শ্রমিকেরা আশপাশের কারখানার সামনে গেলে নিরাপত্তার স্বার্থে অন্য কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়। বেলা দেড়টার দিকে কাঠগড়া এলাকায় এআর জিনস ও ক্রস ওয়্যারের শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

শেয়ার করুন