পাবনায় বিএনপি ও দলের কোনো অঙ্গসংগঠনের নামে সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজি করলে দায়ী ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির জেলা পর্যায়ের শীর্ষ নেতারা। তাঁরা বলেন, দলের যত বড় নেতা-ই হোক, তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দলের কোনো নেতা শক্তি প্রদর্শন করতে আওয়ামী লীগের কোনো কর্মীকে সঙ্গে নিলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তাঁরা এসব কথা বলেন। সেই সঙ্গে বাসস্ট্যান্ড, অটোরিকশাস্ট্যান্ড, বিপণিবিতান, বালুমহালসহ যেকোনো জায়গায় চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়েছেন।