সীমান্তের ওপারে তীব্র সংঘাতের খবর, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 28-08-2024
ফাইল ছবি : সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে জান্তা সরকার বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) তুমুল যুদ্ধ চলছে বলে খবর পাওয়া গেছে। সীমান্তের একাধিক সূত্র জানাচ্ছে, ছয় মাসের মধ্যে তিন–চার দিন ধরে সবচেয়ে বড় ধরনের সংঘাত চলছে। দুই পক্ষের এই যুদ্ধে মর্টারশেলের পাশাপাশি ড্রোন হামলাও চলছে বলে জানা গেছে। আরাকান আর্মির সম্ভাব্য অবস্থান লক্ষ্য করে আর্টিলারি ও মিসাইল ছুড়ছে সেনাবাহিনী।

টানা কয়েক দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় দুই পক্ষের এই যুদ্ধ। গত সোমবার বিকেল পাঁচটা থেকে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত যুদ্ধের তীব্রতা বেড়েছে অনেক। আকাশে ছড়িয়ে পড়া আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী টেকনাফ সীমান্ত থেকেও দেখা যাচ্ছে।

শেয়ার করুন