সোমালি দস্যুদের মুক্তিপণ দেওয়ার বিরুদ্ধে ইইউর হুঁশিয়ারি
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 21-04-2024
ফাইল ছবি : সংগৃহীত

সোমালি জলদস্যুদের মুক্তিপণ দেওয়ার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মুক্তিপণ দেওয়ার ফলে ভারত মহাসাগর ও এডেন উপসাগরে জাহাজ ছিনতাইয়ের ঘটনা আরও বাড়তে পারে বলে ইইউ উদ্বেগ প্রকাশ করেছে।

গতকাল শুক্রবার অল আফ্রিকা নামের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ৫০ লাখ ডলার মুক্তিপণ দিয়ে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জলদস্যুদের কবল থেকে মুক্ত করে বাংলাদেশি–সংশ্লিষ্ট কোম্পানি। এমন প্রেক্ষাপটে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।

উল্লেখ্য, গত ১২ মার্চ সোমালিয়ার দস্যুরা ভারত মহাসাগর থেকে এমভি আবদুল্লাহ জাহাজটি জিম্মি করে। মুক্তিপণ দিয়ে জাহাজটি ছাড়া পায় ১৪ এপ্রিল। মুক্তিপণ দিয়েই জাহাজটি ছাড়া পেয়েছে বলে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে দস্যুতার হুমকি বেড়ে যাওয়ায় এই অঞ্চলে চলাচল করা জাহাজগুলোর আরও বেশি সতর্কতা অবলম্বনের ওপর জোর দিয়েছে ইইউর আটলান্টা মিশন। ইইউর মতে, মুক্তিপণ দেওয়ার ফলে আবারও দস্যুতা ফিরে আসার ক্ষেত্র তৈরি হবে, যা বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তার জন্য ভয়ংকর পরিণতি বয়ে আনতে পারে।

শেয়ার করুন