সৌদি আরবের তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 26-03-2022
ফাইল ছবি : সংগৃহীত

সৌদিআরবের জেদ্দায় তেলের ডিপো এবং রিয়াদের বিভিন্ন স্থানে রকেট ও ড্রোনের সাহায্যেক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এ হামলায়সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর ডিপোতে আগুন ধরে যায়।

আরামকোরজেদ্দার একটি তেল ডিপোতে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলা চালানোর অভিযোগ উঠেছে। যদিও হামলারব্যাপারে প্রাথমিকভাবেসৌদি আরামকোর পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

অনেকদিন ধরেই হুথিদের টার্গেটে ছিল এই তেলের ডিপোটি।গতকাল শুক্রবারহুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, তারা ক্ষেপণাস্ত্র দিয়ে আরামকোর স্থাপনা এবং ড্রোন দিয়ে রাস তনুরাসহ আরো একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে।

একটুইট বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করেন ইয়াহিয়া। এদিকে, হুথিদেরএ হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগেওসৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।

২০২১সালে দ্বিগুণ মুনাফা অর্জনের খবর সামনে আসার পর এ ঘোষণা দেয়বিশ্বের অন্যতম বৃহত্তম কোম্পানিটি। সম্প্রতি জ্বালানিউৎপাদনে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেয় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো।

শেয়ার করুন