হানিয়া হত্যাকাণ্ডের পর হামাসের গুরুত্বপূর্ণ নেতা কারা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 01-08-2024
ফাইল ছবি : সংগৃহীত

গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে প্রথম ফিলিস্তিনি অভ্যুত্থান বা ‘ইন্তিফাদা’ থেকে জন্ম ফিলিস্তিনের স্বাধীনতাকামী আন্দোলন হামাসের। সংগঠনটির দাবি, তারা স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী। ইসরায়েলি দখলদারত্ব ও নিষ্পেষণ থেকে ফিলিস্তিনিদের মুক্ত করাই তাদের লক্ষ্য।

শেখ আহমেদ ইয়াসিন ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন ধর্মীয় নেতা। পরে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে সোচ্চার কর্মী হয়ে ওঠেন। ইসলামের মূলনীতিকে সাংগঠনিক কাঠামো হিসেবে ধরে হামাসকে ‘প্যালেস্টিনিয়ান ইসলামিক ন্যাশনাল লিবারেশন অ্যান্ড রেজিসট্যান্স মুভমেন্ট’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।

প্রতিষ্ঠার পর হামাস মিসরের মুসলিম ব্রাদারহুডের শাখার আদলে সামরিক শাখা ইজ্জেদিন আল–কাসাম ব্রিগেড গঠন করে। ঐতিহাসিক ফিলিস্তিনের স্বাধীনতার লক্ষ্যে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালানো এ শাখার দায়িত্ব।

শেয়ার করুন