খাগড়াছড়ির দীঘিনালায় সড়কের পাশে পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বোয়ালখালী সুধীর মেম্বার পাড়া এলাকায় বোয়ালখালী-জামতলী সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের নাম রাহুল কর্মকার (৩৩)। তিনি সুধীর মেম্বার পাড়ার মৃত তপন কর্মকারের ছেলে, পেশায় ছিলেন কামার।
নিহতের স্ত্রী রূপা কর্মকার বলেন, তাঁর স্বামী গতকাল মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে যান। রাত সাড়ে ৯টায় মুঠোফোনে সর্বশেষ তাঁর সঙ্গে কথা হয়। তাঁকে দ্রুত বাড়ি ফিরতে বলেছিলেন তিনি। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। আজ সকালে পেলেন স্বামীর লাশ।
সংশ্লিষ্ট ইউপি সদস্য ইব্রাহিম হোসেন কালু বলেন, ধারণা করা হচ্ছে, গভীর রাতে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে সড়কের পাশে লাশ ফেলে গেছে। ঘটনাস্থলে দুটি মুঠোফোন পাওয়া গেছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী বলেন, সড়কের পাশে পরে থাকা নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও ছাত্র পরিষদের নেতারা৷