রামগড় স্থলবন্দরের উন্নয়ন কাজ পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 13-07-2024
ফাইল ছবি : সংগৃহীত

খাগড়াছড়ি জেলার রামগড় স্থলবন্দরের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী। শুক্রবার (১২ই জুলাই )সকাল ১১ টায় তিনি রামগড় স্থলবন্দরের চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে আসেন।

এ সময় বাংলাদেশ স্থল বন্দরের প্রকল্প পরিচালক সরওয়ার আলম,রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, রামগড় ৪৩ বিজিবির উপপরিচালক রাজু আহমেদ, রামগড় উপজেলার সহকারী কমিশনার( ভূমি) ইসমত জাহান তুহিন, রামগড় স্থলবন্দরের ইনচার্জ আমানুল্লাহ, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবপ্রিয় দাশ, স্থল বন্দর উন্নয়নের কর্মকাণ্ড ও ফেনী নদীর উপর নির্মিত বাংলাদেশ –ভারত মৈত্রী সেতু ঘুরে দেখেন এবং এ সময় তিনি কাজের খোঁজ খবর নেন।

শেয়ার করুন