মাটিরাঙ্গায় চোলাই মদ ও ট্রাকসহ ২জন আটক
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 02-07-2024
ফাইল ছবি : সংগৃহীত

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার ক‌রেছে মা‌টিরাঙ্গা থানা পু‌লিশ। এ ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়।

আজ মঙ্গলবার (২ জুলাই) বিকালের দিকে এক ‌প্রেস‌ বিজ্ঞপ্তিতে ‌বিষয়‌টি নি‌শ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা পু‌লিশ সুপার মুক্তা ধর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল গতকাল রাতে অভিযান চালিয়ে মাটিরাঙ্গা পৌরসভার ০৯নং ওয়ার্ড রসুলপুর থেকে ১২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও একটি ট্রাক গাড়ী’সহ মো. ইয়াছিন (২৯) মো. সাজ্জাদ হোসেন(২১) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে এবং বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


 

শেয়ার করুন