খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে।
আজ ১৭ এপ্রিল ( রবিবার) সকালের দিকে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
একই সাথে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ ফরাজী,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তসলিম উদ্দিন রুবেল প্রমুখ বক্তব্য দেন।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা বলেন, মুজিবনগর সরকারের নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে একাত্তরের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
প্রসঙ্গত,একাত্তরের এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায় একইসাথে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়।