খাগড়াছড়ির পানছড়িতে মির্জিবিল সংঘ মৈত্রী বৌদ্ধ বিহারের উদ্যেগে এক মঙ্গল শোভাযাত্রা সহ নানাবিধ অনুষ্ঠান করা হয়েছে। সকাল ৮টায় পানছড়ি মির্জিবিল বিহার প্রাঙ্গন এলাকা থেকে র্যালীটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে সংঘ মৈত্রী বৌদ্ধ বিহার নানান কর্মসূচী গ্রহণ করেছে বলে জানান বিহার পরিচালনা কমিটি। এর মাঝে সকাল ৬টায় বুদ্ধ পতাকা উত্তোলন, ৮টায় র্যালী, সাড়ে ৯টায় বুদ্ধ পূজা উৎসর্গ, বুদ্ধ মূর্তিদান, সংঘাদান, অষ্টপরিষ্কার দান ও এগারটায় পূজনীয় ভিক্ষু সংঘকে পিন্ডদান ছিল উল্লেযোগ্য।
র্যালী শেষে সংঘ মৈত্রী বৌদ্ধ বিহারে আয়োজিত ধমীয় আলোচনায় সভাপতিত্ব করেন ভদন্ত জিতানন্দ মহাথেরো বক্তব্যের পরপরই ধর্মদেশনামূলক বক্তব্য প্রদান করেন বৌদ্ধ ধর্মীয় গুরুরা।
এর আগে বুধবার সন্ধ্যা ৭টায় হাজার প্রদীপ, বেলুন উৎসর্গ ও এক ধর্মীয় সভার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা পর্ব শুরু করেন বলে জানান সংঘ মৈত্রী বৌদ্ধ বিহারে ধর্মীয় গুরুরা।