জাতীয় পরিষদের সাবেক সদস্য সুলতান আহম্মেদের মৃত্যু বার্ষিকী উদযাপন
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 25-06-2022
ফাইল ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির জেলার রামগড় উপজেলায় ১৯৭১ সালে পার্বত্য অঞ্চলে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য মরহুম সুলতান আহম্মেদের ২৫ তম মৃত্যু বার্ষিকী উদযাপিত হয়েছে।

আজ ২৫ জুন (শনিবার) সকাল ১০ টায় রামগড় পৌরসভার মাস্টার পাড়াস্থ কেন্দ্রীয় কবরস্থানে মরহুম সুলতান আহম্মেদের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, ও দোয়া মাহফিলের মাধ্যমে রামগড় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দিবসটি পালন করে।

পার্বত্য অঞ্চলের ত্যাগী এই আওয়ামী লীগ নেতা দীর্ঘ সময় রামগড় মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরবর্তীতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এক নং সেক্টরে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তাঁর অনন্য ভূমিকা ছিল। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য পদ লাভ করেন। ১৯৯৭ সালে বার্ধক্যজনিত রোগে সুলতান আহমদ মারা যান। সেবামূলক কাজের জন্য আওয়ামী লীগের এই প্রবীণ নেতা আগামী প্রজন্মের কাছে অনুকরণীয় হিসেবে বেঁচে থাকবে এই প্রত্যাশা সুশীল সমাজের।

এ সময় উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, প্যানেল মেয়র মোঃ শামীম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আলম আলমগীর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংবাদিক ফয়েজ আহমদ মিলন, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহসানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, প্রদেশ ত্রিপুরা, নুরুল আলম জিকু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন দাশ, যুবলীগ নেতা সুমন বড়ুয়া, আনোয়ার তারেক সুমন,নাসির উদ্দিন, আনোয়ার হোসেন, নুরুল আফসার, সাবেক ছাত্রলীগ নেতা কাউসার হাবিব ভবন, আনোয়ার জাহিদ ছোটন, ও কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ আরাফাত হোসেন।

শেয়ার করুন