কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন ২০৩ পদাতিক খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে তিনি খাগড়াছড়ি সদরের শালবন এলাকায় প্রতিষ্ঠিত এই প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেন।
বিদ্যালয় পরিদর্শনের সময় রিজিয়ন কমান্ডার ৪০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল বক্স, পানির বোতল এবং চকলেট বিতরণ করেন। পাশাপাশি বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রতি মাসে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদানের ঘোষণা দেন।
খাগড়াছড়ি প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শাহজাহান এর সভাপতিত্বে এসময় খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার জিটু-আই মেজর জাহিদ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মার্জিয়া খাতুন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি কালেক্টরট প্রতিবন্ধী বিদ্যালয়টি জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত একটি বিদ্যালয়। এ বিদ্যালয়ে ১০ জন শিক্ষক, ৫ জন কর্মচারী এবং মোট ২০৪ জন শিক্ষার্থী রয়েছেন।