খাগড়াছড়ির পানছড়িতে তিনটি সরকারি সেতু ভেঙে রড চুরির ঘটনায় ঠিকাদার উত্তম কুমার দেবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উত্তম কুমার দেব পানছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
রোববার (১১ জুন) দুপুরে উত্তম কুমার দেব খাগড়াছড়ির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজনের আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সেতুর রড চুরির ঘটনা গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে গত ২৯ মার্চ খাগড়াছড়ির আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াক স্বপ্রণোদিত হয়ে নিজেই বাদী হয়ে মামলা করেন।
ওই মামলায় পুলিশের হাতে আটক অটোচালক নাজমুলসহ তিনজনের জবানবন্দির প্রেক্ষিতে ঠিকাদার উত্তম কুমার দেব হাইকোর্ট থেকে ২৮ দিনের অস্থায়ী জামিন নেন। সে অনুযায়ী তিনি আজ খাগড়াছড়ির আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন।
খাগড়াছড়ির জিআরও এএসআই মীর হোসেন বলেন, আদালত উত্তম কুমার দেবকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জেনেছি। তবে এ বিষয়ে বিস্তারিত জানি না।
উত্তম কুমার দেবের আইনজীবী নজরুল ইসলাম জানিয়েছেন, মামলার এজাহারে উত্তম কুমার দেবের নাম ছিল না। কিন্তু হয়রানি এড়াতে হাইকোর্টের নির্দেশে তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।