আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 12-11-2023
ফাইল ছবি : সংগৃহীত

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধকে কেন্দ্র করে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

রবিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 

 

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৭ প্লাটুনসহ সারাদেশে ১৫২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

 

উল্লেখ্য, সরকার পতনের এক দফা, মামলা-হামলাসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী পালিত হবে।

 

 

বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ, এলডিপি, ১২ দলীয় জোটসহ যুগপৎ আন্দোলনে যুক্ত সমমনা রাজনৈতিক দল এবং জামায়াতে ইসলামী একই কর্মসূচি পালন করছে।

শেয়ার করুন