চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙর করা ট্যাংকারে আগুন
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 30-09-2024
ফাইল ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের জ্বালানি তেল খালাসের জেটিতে নোঙর করে রাখা একটি ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের শিকার ট্যাংকারটির নাম এমটি বাংলার জ্যোতি। পতেঙ্গা এলাকায় ইস্টার্ন রিফাইনারির সামনে ডলফিন অয়েল জেটিতে ট্যাংকারটি নোঙর করে রাখা ছিল। ট্যাংকারটি সাগরে নোঙর করে রাখা বড় ট্যাংকার থেকে তেল পরিবহন করে জেটিতে নিয়ে আসে। এরপর ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করা হয়।

বন্দরের সচিব ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘বেলা ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাই আমরা। এরপরই আগুন নিয়ন্ত্রণে দ্রুত বন্দরের সাহায্যকারী জলযান পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি যাতে বন্দর চ্যানেলে কোনো সমস্যা না হয়, সেটি আমরা দেখছি।’

দুর্ঘটনার সময় ট্যাংকারটিতে জ্বালানি তেল ছিল কি না এবং কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানতে চাইলে ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত প্রথম আলোকে বলেন, আগুন নিয়ন্ত্রণে বন্দর, কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থা চেষ্টা করে যাচ্ছে। ইস্টার্ন রিফাইনারি থেকেও পদক্ষেপ নেওয়া হয়েছে।
 

শেয়ার করুন