প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যথেষ্ট শক্তিশালী। তবে দলকে আরও মজবুত করার তাগিদ দিয়ে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং হবে।
সোমবার (৫ জুন) দুপুরে গণভবনে অনেকটা অনির্ধারিতভাবেই সমবেত হন বিভিন্ন জেলা থেকে আসা আওয়ামী লীগ নেতারা। প্রধানমন্ত্রীর সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ পরে বৈঠকে রূপ নেয়। এতে সূচনা বক্তব্যও রাখেন দলীয় প্রধান।
এ সময় দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও মজবুত করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে চ্যালেঞ্জিং।
আওয়ামী লীগ সভাপতি বলেন, একটানা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকার সুফল পাচ্ছে দেশ। জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ করা হয়েছে বলেই সফলতা এসেছে। কিন্তু দেশের মানুষ যখন ভালো থাকে, তখন কিছু মানুষ টাকার লোভে দেশবিরোধী চক্রান্ত করে।
স্বাধীনতাবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী দেশগুলোর সঙ্গে আঁতাত করে চলছে, যা দেশের জন্য দুর্ভাগ্যজনক বলে জানান শেখ হাসিনা।
মানুষের ভোট চুরি ও গণতন্ত্রহীন পরিস্থিতি বিএনপির শাসনামলের নিয়মিত ঘটনা ছিল বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সভাপতি।