আইন কারও হাতে নেওয়ার অধিকার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 19-09-2024
ফাইল ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শিক্ষিত। আইন কারও হাতে নেওয়ার অধিকার নেই। সবাইকে সচেতন হতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হয়ে সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লার মৃত্যুর ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন উপদেষ্টা।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন।

মামলায় ঢালাও আসামি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন ৩০০ থেকে ৪০০ জনকে ঢালাও আসামি করে মামলা হচ্ছে।’ মামলার বাদীকে প্রকৃত দোষীকে আসামি করার অনুরোধ করেন তিনি। উপদেষ্টা জানান,  এভাবে ঢালাও মামলার বিষয়ে একজন বাদীকে তিনি প্রশ্ন করেছিলেন। জবাবে ওই বাদী তাঁকে জানিয়েছেন, ‘যিনি মামলা ড্রাফট করেছেন, তিনি এইভাবে সাজিয়ে দিয়েছেন।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঢালাও আসামি করলে তদন্তে সময় বেশি লাগছে এবং নির্দোষ ব্যক্তি হেনস্তার শিকার হচ্ছেন। এ জন্য পত্রপত্রিকায় এর আগেও বক্তব্য দেওয়া হয়েছে। পুলিশকে বলা হয়েছে ক্রিমিনাল (দোষী) ধরতে, সাধারণ মানুষকে নয়।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের মন উজ্জীবিত করে তাদের পুরোনো গৌরব ফিরে পেতে হবে। শুধু কাগজে কলমে নয়, পুলিশকে বাস্তবে জনবান্ধব হতে হবে। থানায় গিয়ে লোকজন যেন সেবা পায়, সে বিষয়ে পুলিশকে তৎপর থাকতে হবে।

রাজধানীর ট্রাফিক–ব্যবস্থার উন্নতির জন্য পুলিশকে নির্দেশনা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দ্রব্যমূল্য বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজি বন্ধ করা গেলে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।

ঘুষ-দুর্নীতি সমাজকে গ্রাস করে নিয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,  এগুলো বন্ধ করার বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে।

আজ সকাল ১০টার পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর শহীদ ক্যাপ্টেন মনসুর আলী অ্যাভিনিউয়ে অবস্থিত ডিএমপি সদর দপ্তরে যান। এ সময় তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

এতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান, ডিএমপি সদর দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।



 

শেয়ার করুন