বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি লোক মারফত অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র পাঠিয়েছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সন্ধ্যায় মোহাম্মদ জয়নুল বারীর কাছে মুঠোফোনে জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, ‘আজ বিকেলে পদত্যাগপত্র পাঠিয়েছি।’
কেন পদত্যাগ করলেন, এমন প্রশ্নের জবাবে জয়নুল বারী বলেন, ‘আপনাদের তা অজানা থাকার কথা নয়।’
সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে ২০২২ সালের ১৫ জুন আইডিআরএ চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। তাঁকে তিন বছরের জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান করা হয়। সে অনুযায়ী তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ১৪ জুন।
২০১১ সালে প্রতিষ্ঠিত আইডিআরএর প্রথম চেয়ারম্যান ছিলেন এম শেফাক আহমেদ। তিনি তিন বছর করে দুই মেয়াদে সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
এরপর নিয়মিত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সচিব শফিকুর রহমান পাটোয়ারী। তাঁর মেয়াদ শেষে তিন বছরের জন্য নিয়োগ পান এম মোশারফ হোসেন। এক বছর নয় মাস কাজ করার পর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাঁকে আর চায়নি বলে জানা গেছে।