চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড শংকর মঠ ও মিশন এর চতুর্থ আচার্য্যপাদ পরম হংস শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৫ তম শুভ জন্মউৎসব উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপু প্রকল্প হরি মন্দিরে শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
মন্দির পরিচালনা কমিটির আয়োজনে আজ বুধবার (২২ নভেম্বর) সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞে গীতার অমৃত তত্ত্ব কথা পরিবেশন করেন, বিশিষ্ট গীতা ও চন্ডী পাঠক মিলন কান্তি ধর ও শিমুল দাশ।
এসময় কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদ ও উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্টা বাবুল কান্তি দে, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তপন কান্তি মল্লিক, সিনিয়র সহ সভাপতি স্বপন কান্তি সেন, রাঙ্গুনিয়া উপজেলা জ্যোগীশিস এর সভাপতি অমলেন্দু ধর সহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এই উপলক্ষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।