খাদ্যে ভেজালে সর্বোচ্চ ৫ বছরের জেল
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 18-04-2022
ফাইল ছবি : সংগৃহীত

খাদ্য দ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণনে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে নতুন একটি আইনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ ১৮ এপ্রিল (সোমবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

দুপুরে বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।


সচিব বলেন, এই আইনে বাজারে অনিরাপদ বা ভেজাল খাদ্যদ্রব্য সরবরাহ করলে অনূর্ধ্ব ৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে। এই আইন কেউ লঙ্ঘন করলে তার শাস্তি হবে ভ্রাম্যমাণ আদালত ও  নিরাপদ খাদ্য আদালতে।

এ সময় তিনি আরও বলেন, খাদ্যদ্রব্যে অস্বাভাবিক কোনও কিছু মেশানো, কৃত্রিম সংকটের জন্য মজুত করা, বিক্রয়ের ক্ষেত্রে কম দেওয়া হলে—সব অপরাধের জন্য একই রকম শাস্তি দেওয়া হবে।

 

শেয়ার করুন