নিজের ভিটায় একটা ঘর তোলার স্বপ্ন ছিল রোজিনা বেগম ও তাঁর রিকশাচালক স্বামী আকবর হোসেনের। ঋণ করে দোচালা ঘর তুলে সেই স্বপ্ন পূরণও করেছিলেন। তবে আকস্মিক বন্যা বাড়িটিকে ডুবিয়ে দিয়েছিল।
চারদিকে এত দিন ছিল থইথই পানি। পানি সরে যাওয়ার পর মাটি নরম হয়ে পড়ায় সেই ঘরের ওপর উপড়ে পড়ে বড় একটি কড়ইগাছ। তাতে ঘরটি পুরোপুরি বিধ্বস্ত হয়। তাঁদের দেড় বছরের ছেলেও আহত হয় তখন। এমন দুর্যোগের মধ্যে আকবর হোসেনের রিকশার ব্যাটারিটিও চুরি হয়ে যায়। রোজিনাদের স্বপ্ন যেন এই বন্যায় আক্ষরিক অর্থেই ভেসে গেছে। ঘুরে দাঁড়াবেন, সেই সামর্থ্যও নেই তাঁদের।
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পশ্চিম কেরোয়া গ্রামের তুলাতলি এলাকায় রোজিনাদের বাড়ি। এখন বিধ্বস্ত ঘরের পাশে মাচা বানিয়ে ছেলেমেয়ে নিয়ে থাকছেন তিনি। কিছুদিন আগেও ছোট হলেও নিজের একটা ঘর ছিল, ছিল কিছু সহায়–সম্পদও। সেসব কথা ভেবে এখন কেবলই চোখ মোছেন তিনি।