ঘুরে দাঁড়াতে চান ফেনীর সব হারানো কৃষকেরা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 31-08-2024
ফাইল ছবি : সংগৃহীত

৩০ শতাংশ জমিতে আমনের চাষ করেছিলেন ফেনীর ফুলগাজী ইউনিয়নের ৩৫ বছর বয়সী কৃষক দেলোয়ার হোসেন। ধানগাছের বাড়বাড়ন্ত দেখে মনে দোলা লেগেছিল। মৌসুমি বাতাসে সবুজের ঢেউ মনে দোলা দিয়েছিল। কিন্তু সব এলোমেলো হয়ে গেল।

দেলোয়ারের টিনের ছাউনি দেওয়া ঘরখানি মুখ থুবড়ে পড়ে আছে জলকাদা মিশ্রিত পুরোনো ভিটেমাটিতে। গতকাল শুক্রবার সকালে বাড়ির ধ্বংসস্তূপের পাশেই দেখা হয় তাঁর সঙ্গে। ক্লান্ত, অবসন্ন, বিষণ্ন দেলোয়ার কথা বলার শক্তি পাচ্ছিলেন না। আশপাশের গাছপালা ও পাকা স্থাপনাগুলোতে ৭ থেকে ৮ ফুট পানির দাগ। বাতাসে উৎকট গন্ধ। চোখ মুছতে মুছতে দেলোয়ার বলেন, ‘বেয়াগুন শেস গরি দি গেছেগুই হানি (সবকিছু পানিতে শেষ হয়ে গেছে)।’

শেয়ার করুন