চট্টগ্রামে কাঁচা মরিচের কেজি হাজার ছুঁয়েছে
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 24-08-2024
ফাইল ছবি : সংগৃহীত

সরবরাহ না থাকায় চট্টগ্রামের বাজারে কাঁচা মরিচের সংকট দেখা দিয়েছে। এতে চট্টগ্রামের বিভিন্ন বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম। চট্টগ্রামের খুচরা বাজারে প্রতি ১০০ গ্রাম কাঁচা মরিচ ১০০ টাকায় বিক্রি হয়েছে। সে হিসাবে, প্রতি কেজির দাম পড়ছে এক হাজার টাকা। অন্যদিকে পাইকারি আড়তে এদিন কাঁচা মরিচ বিক্রি হয়নি সরবরাহ না থাকায়।

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামের বাজারে অধিকাংশ সবজি আসে বগুড়া, ফরিদপুর, জামালপুরসহ বিভিন্ন এলাকা থেকে। বন্যার কারণে তিন দিন ধরে ঢাকা-চট্টগ্রামে যান চলাচল প্রায় বন্ধ। এতে চট্টগ্রামের বাজারে কাঁচা মরিচ আসছে না। ফলে বাজারে সংকট দেখা দিয়েছে পণ্যটির। এ সুযোগে দাম বাড়িয়েছেন খুচরা বিক্রেতারা।

শেয়ার করুন