ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় গাইবান্ধা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম সঞ্জয় পাল জয়।
আজ সোমবার সকালে গাইবান্ধা শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সঞ্জয় ঢাকার বেসরকারি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, সঞ্জয়ের বাড়ি গাইবান্ধা জেলা শহরের সরকারপাড়া এলাকায়। বাবার নাম রনজিত পাল।
ওসি মাসুদ রানা আরও বলেন, ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে গতকাল রোববার শাহবাগ থানায় হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা করেন। গ্রেপ্তার সঞ্জয় পাল এজাহারভুক্ত আসামি। তিনি আরও বলেন, সঞ্জয় পাল থানা হাজতে রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।