ঢাকার প্রায় ১২ শতাংশ বাড়ি এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১২.৩ শতাংশ ও ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) ১১.৩ শতাংশ বাড়ি রয়েছে। ঢাকার দুই সিটিতে বর্ষা-পরবর্তী এডিস মশার লার্ভা বা শূককীট জরিপে এই তথ্য উঠে এসেছে।
২০২৩ সালের বছরের ৮ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকার দুই সিটির ৯৯টি ওয়ার্ডে বর্ষা-পরবর্তী লার্ভা জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা।
এ সময় উত্তর সিটির ৪০টি ও দক্ষিণের ৫৯টি ওয়ার্ডে মোট তিন হাজার ২৮৩টি বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে প্রতিষ্ঠানটি।
রোগ নিয়ন্ত্রণ শাখার ২০২২ সালের বর্ষা-পরবর্তী জরিপে উত্তরে ৩.৮ শতাংশ ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় হার ৪.১৮ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা বা শূককীটের উপস্থিতি পাওয়া গিয়েছিল। সেই হিসাবে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বর্ষা-পরবর্তী সময়ে ডেঙ্গুর ঝুঁকি প্রায় তিন গুণ বেড়েছে।
মশার লার্ভার উপস্থিতি হিসাব করা হয় ব্রুটো ইনডেক্স বা বিআই সূচকের মাধ্যমে।