নির্বাচনে সেনাবাহিনী থাকবে: ইসি আলমগীর
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 05-12-2023
ফাইল ছবি : সংগৃহীত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর। তিনি বলেছেন, নির্বাচন কমিশন কোন চাপে নেই, বরং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সবাই নির্বাচন কমিশনের চাপে আছে।
 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

 

 

তিনি বলেন, নির্বাচনকে প্রতিহত করতে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও তা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না। নির্বাচনকে কেন্দ্র করে যে কোন সহিংসতা প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে থাকবে সেনাবাহিনীও।

 

ইসি বলেন, নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা সন্তুষ্ট। নির্বাচনে ভোটারদের ভালো উপস্থিতি থাকবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন