পদ্মার আশপাশের এলাকায় পাঁচ দিনে বন্যার আশঙ্কা নেই: বন্যা পূর্বাভাস কেন্দ্র
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 27-08-2024
ফাইল ছবি : সংগৃহীত

বাংলাদেশের পদ্মা অববাহিকায় আগামী পাঁচ দিনের মধ্যে বন্যার আশঙ্কা নেই। ফারাক্কার বাঁধের ১০৯টি গেট খুলে দেওয়ার পরেও তা দিয়ে খুব বেশি পানি আসবে না। ফারাক্কার উজানে গঙ্গা অববাহিকায় বৃষ্টি বাড়লেও তা স্বাভাবিক অবস্থায় আছে।

অন্যদিকে ফেনী ও কুমিল্লায় এবং উজানে ভারতের ত্রিপুরায় বৃষ্টি কমে এসেছে। এতে পানি কিছুটা বাড়লেও তা খুব বেশি বিপজ্জনক হয়ে উঠবে না। সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে আগামী পাঁচ দিনের জন্য দেওয়া পূর্বাভাসে এমনটা বলা হয়েছে।

শেয়ার করুন