‘বিএনপির সংসদ সদস্যদের শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন’
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 11-12-2022
ফাইল ছবি : সংগৃহীত

পদত্যাগ করা বিএনপির সংসদ সদস্যদের আসন ‘শূন্য’ ঘোষণা করে গেজেট হাতে পেলেই নির্বাচন কমিশন উপনির্বাচনের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।
 

 

তিনি বলেন, ‘যেদিন পদত্যাগের গেজেট নোটিফিকেশন হবে, তার পরের ৯০ দিনের মধ্যে ওই সব আসনে উপনির্বাচন হবে।’

 

রাজধানীর গোলাপবাগের সমাবেশে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দেওয়ার পর রোববার তারা সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।

 

তিনি বলেন, ‘বিএনপির ৭ জন সংসদ সদস্যের পদত্যাগপত্র পেয়েছি। এর মধ্যে ৫ জন নিজেরাই এসেছিলেন। বাকি দুজনের একজন অসুস্থ, আরেকজন বিদেশে।’

 

সংবিধানের সংশ্লিষ্ট ধারা উল্লেখ তরে স্পিকার বলেন, ‘স্বশরীরে এসে পদত্যাগপত্র  জমা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে ৫ জন পদত্যাগপত্র নিয়ে এসেছেন তাদের আসন শূন্য হয়ে গেছে। বাকি দুটি আবেদনের সই যাচাই করা হবে এবং তারাই পদত্যাগপত্র পাঠিয়েছেন কি না, সংসদ সচিবালয় তা খোঁজ নেবে। তবে হারুনুর রশীদ পদত্যাগপত্র পাঠিয়েছেন ই-মেইলে, তার সই স্ক্যান করে বসানো হয়েছে। এটা গ্রহণ করা হবে না, তাকে আবার পদত্যাগপত্র দিতে হবে।’

 

উল্লেখ্য,গতকাল শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপি ঢাকা বিভাগীয় গণসমাবেশে জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাত সংসদ সদস্য। এরপরই আজ সকালে সশরীর স্পিকারের কাছে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির ৫ সংসদ সদস্য। সমাবেশে বিএনপি ১০ দফা দাবি তুলে ধরে

শেয়ার করুন