বেগম রোকেয়ার গ্রাফিতিতে কালো রং দেওয়ার জন্য ক্ষমা চেয়েছেন শিক্ষার্থী: প্রাধ্যক্ষ
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 20-11-2024
ফাইল ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে বেগম রোকেয়ার গ্রাফিতিতে কালো রং দিয়ে চোখ-মুখ ঢেকে দেন হলটির এক শিক্ষার্থী। এ নিয়ে সমালোচনা হয়। এখন হলটির প্রাধ্যক্ষ বলছেন, এই শিক্ষার্থী তাঁর ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল মঙ্গলবার ঘটনাটি সামনে আসে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যরা এ নিয়ে অনলাইন-অফলাইনে সমালোচনা করেন।

 

প্রান্ত চৌধুরী নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ফেসবুকে লেখেন, রোকেয়া না থাকলে এই দেশের মেয়েরা বিশ্ববিদ্যালয় তো দূর, প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারত? রোকেয়ার সঙ্গে আসলে ঝামেলাটা কী নিয়ে?

বিষয়টি নিয়ে শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ নাসরিন সুলতানা আজ বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমরা ওই শিক্ষার্থীকে ডেকেছিলাম। একজন সাইকোলজিস্টও সঙ্গে ছিলেন। আমরা মেয়েটার সঙ্গে কথা বলে কিছু অসংলগ্ন কথাবার্তা পেয়েছি।’

 

প্রাধ্যক্ষ নাসরিন সুলতানা আরও বলেন, কথা বলার পর মেয়েটি তাঁর ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে এমন কোনো কাজ করবেন না বলে আশ্বস্ত করেছেন। গ্রাফিতিটিকে তিনি আগের মতো আবার ঠিক করে দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

শেয়ার করুন