ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে চারদিন
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 17-05-2023
ফাইল ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন চারলেন মহাসড়ক থেকে গ্যাসের পাইপলাইন স্থানান্তরের জন্য গ্রাহক পর্যায়ে চারদিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন মহাসড়ক থেকে স্থানান্তরিত পাইপলাইনে গ্যাস সরবরাহ কাজের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


মঙ্গলবার (১৬ মে) থেকে আগামী ১৯ মে পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা থেকে সরাইল পর্যন্ত এলাকার গ্রাহকরা পাইপলাইনের গ্যাস পাবেন না। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ মঙ্গলবার সকাল ছয়টা থেকেই গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন মহাসড়কের কিছু জায়গায় গ্যাসের ডিস্ট্রিবিউশন পাইপলাইন পড়েছে। সেই পাইপলাইন মহাসড়ক থেকে সরিয়ে নতুন করে নিরাপদ স্থানে স্থাপন করা হয়েছে। নতুন পাইপলাইনে গ্যাস সরবরাহ এবং গ্রাহকদের নতুন লাইনে স্থানান্তর করার জন্য চারদিন সময় লাগবে। আর এজন্য বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ ১৬ মে মঙ্গলবার থেকে আগামী ১৯ মে শুক্রবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা থেকে সরাইল পর্যন্ত এলাকার গ্রাহকরা পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাবেন না। কর্তৃপক্ষ মঙ্গলবার সকাল ছয়টা থেকেই গ্যাস সরবরাহ বন্ধ রেখেছেন। এর পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় (ঘাটুরা-সরাইল) অবস্থিত সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। স্থানান্তরিত পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে বিপাকে পড়েছেন কয়েক হাজার আবাসিক ও বাণিজ্যিক সংযোগের গ্রাহক।


বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, 'চারলেন মহাসড়কের মধ্যে কিছু জায়গায় গ্যাসের ডিস্ট্রিবিউশন পাইপলাইন পড়েছে। সেই পাইপলাইন মহাসড়ক থেকে সরিয়ে নতুন করে নিরাপদ স্থানে স্থাপন করা হয়েছে। নতুন পাইপলাইনে গ্যাস সরবরাহ এবং গ্রাহকদের নতুন লাইনে স্থানান্তর করার জন্য চারদিন সময় লাগবে। আর এই চারদিন গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে ১৯ মে'র আগেই গ্যাস সরবরাহ শুরুর চেষ্টা করা হবে।'

শেয়ার করুন