ভালুকার সেই কারখানায় শ্রমিকেরা অসুস্থ হচ্ছেন ‘অক্সিজেন–স্বল্পতায়’, তদন্ত কমিটির ২০ সুপারিশ
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 08-09-2024
ফাইল ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এল এসকোয়্যার লিমিটেড পোশাক কারখানায় অক্সিজেন–স্বল্পতার কারণে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়ছেন বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। পাঁচ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন আজ রোববার জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়। তদন্তে কারখানার নানা ত্রুটি উঠে এসেছে। উপযুক্ত কর্মপরিশে তৈরি করতে ২০টি সুপারিশ দিয়েছে তদন্ত কমিটি।

গত বৃহস্পতিবার কারখানাটিতে কাজ করতে গিয়ে শ্রমিকেরা অসুস্থ হতে শুরু করেন। একে একে অন্তত ৭০ জন শ্রমিক অসুস্থ হয়ে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। সে সময় স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল হোসাইন জানান, গণমনস্তাত্ত্বিক রোগে শ্রমিকেরা আক্রান্ত হন। এ ঘটনায় জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয়। শুক্রবার কারখানা বন্ধ থাকার পর গতকাল শনিবার কারখানায় কাজে যোগ দিতে গেলে পুনরায় শ্রমিকেরা অসুস্থ হতে শুরু করেন। এদিন অন্তত ১৮১ শ্রমিক কারখানাটির মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা নেন। আজ আরও চারজন শ্রমিক অসুস্থ হন। এর আগে গত ৩১ আগস্ট এক শ্রমিক অসুস্থ হয়ে পরদিন মারা যান।

শেয়ার করুন