জনগণকে সন্তুষ্ট করে সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূলের কর্মীদের প্রতি আহ্বানও জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষের বিশ্বাসই আওয়ামী লীগের বড় শক্তি। আমাদের আর কোনো শক্তি নেই।’
আজ রবিবার সকালে গণভবনে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমাদের জনগণকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে বাংলাদেশ ও দেশের মানুষের উন্নতি কেউ আটকে রাখতে পারবে না। জাতির পিতা যেমন বলে গেছেন, কেউ দাবায়ে রাখতে পারবা না। ঠিক তেমনি, বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না; এই কথা মাথায় রেখে সংগঠনের দিকে গুরুত্ব দেবেন এবং, সংগঠনকে শক্তিশালী করবেন। এটাই আমার অনুরোধ।’
দলের ২২তম জাতীয় কাউন্সিলে টানা দশমবারের মতো সভানেত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবন প্রাঙ্গণে ভিড় করেন আওয়ামী লীগের কাউন্সিলররা। তাকে বরণ করে নিতে সকাল থেকেই গণভবনে ঢুকতে দীর্ঘসময় থেকে অপেক্ষায় থাকেন সারাদেশের কাউন্সিলর ও ডেলিগেটসরা।
দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পান আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা। প্রথমেই সকলের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।