মারা গেলেন দগ্ধ অবস্থায় সন্তান জন্ম দেওয়া কুলসুম
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 24-03-2023
ফাইল ছবি : সংগৃহীত

বিস্ফোরণে দগ্ধ অবস্থায় সন্তান জন্ম দেওয়া কুলসুম বেগম শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। ১০ দিন আগে সেখানেই সন্তান জন্ম দিয়েছিলেন তিনি।

 

আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় কুলসুম মারা যান।

 

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্নের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন। তিনি বলেন, দগ্ধ নারীর শরীরের ২৮ শতাংশ দগ্ধ ছিল। তিনি ইনহ‍্যালেশন বার্ন হয়েছিলেন।

 

এর আগে গত ১৩ মার্চ বেলা ১১টার দিকে দগ্ধ অবস্থায় কুলসুম বেগমের সিজার করা হয়। সিজারে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। ওই শিশুটির ওজন কম হওয়ায় তাকে ঢামেক হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসা চলছে।

 

কুলসুমের স্বামী আব্দুল্লাহ আল মাসুদ জানান, আমার স্ত্রী আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ছেলেটা এখনো এনআইসিইউতে ভর্তি। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না।

 

তিনি জানান, চিকিৎসকরা রাতেই গাইনী চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলেন। তখন থেকেই কুলসুমকে অবজারবেশনে রেখেছিলেন। সকালে কুলসুমকে অস্ত্রপচার কক্ষে নেয়।

 

এর আগে রোববার সন্ধ্যার দিকে ফতুল্লা মাজদাইল এলাকার ১০বাসার ৬ তলায় এ ঘটনাটি ঘটে।

শেয়ার করুন