নাটোরের লালপুর উপজেলায় রেললাইন ভাঙা দেখে লাল ওড়নার পতাকা উড়িয়ে একটি ট্রেন থামিয়ে দিয়েছেন স্থানীয় নারীরা। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন থেকে একটি কমিউটার ট্রেন ছেড়ে যায়। বিষ্ণুপুর এলাকায় রেললাইনের সংযোগস্থলে ভাঙা দেখতে পেয়ে সেখানে লাল রঙের ওড়না উড়িয়ে দেন স্থানীয় কিছু নারী। লাল পতাকা উড়তে দেখে ট্রেনের চালক ট্রেনটি থামিয়ে দেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেনের যাত্রীরা।