আজ বুধবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কুয়াশা পড়েছে। কুয়াশার সঙ্গে আছে শীতের মিলমিলে হাওয়া। তাতে শীতের অনুভূতি কিছুটা বেড়েছে। দক্ষিণের খুলনা অঞ্চল ছাড়া কুয়াশার দাপট প্রায় সর্বত্র।
আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, আজ থেকে দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা থাকতে পারে; সঙ্গে কুয়াশাও।
আজ কুয়াশা থাকলেও দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই; বরং সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। যদিও রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা কমে গেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। তবে তা আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে আবহাওয়াবিদেরা জানিয়েছেন।
এমন কুয়াশা ও শীত আগামী অন্তত দুই দিন চলতে পারে বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছেন।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ তেঁতুলিয়ার তাপমাত্রা বেড়ে হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দেশের ‘শীতের হটস্পট’ হিসেবে পরিচিত স্থানগুলোয় তাপমাত্রা কিন্তু কমেনি সেই মাত্রায়। যেমন আজ নওগাঁর বদলগাছিতে তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজশাহীতে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস, গতকাল তা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তররের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ সকালে প্রথম আলোকে বলেন, কুয়াশা থাকলে রাতের তাপমাত্রা সাধারণত বেড়ে যায়। তবে দিনে আলো না থাকায় তাপমাত্রা কমে যেতে পারে। আজ দেশের কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও আগামীকাল তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তবে তা তীব্র হওয়ার সম্ভাবনা কম।
সর্বনিম্ন তাপমাত্রা যদি ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তবে তাকে শৈত্যপ্রবাহ বলা হয়।
আজ দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গেলেও রাজধানীতে কিন্তু কমেছে। আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।
এই যে ঘন কুয়াশা, কোথাও মেঘলা আকাশ—এমন অবস্থা কয় দিন থাকতে পারে? উত্তরে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা প্রথম আলোকে বলেন, আগামী দু–তিন দিন এমন কুয়াশা থাকতে পারে। রাজধানীতেও অন্তত দুই দিন এ অবস্থা থাকতে পারে। শনি বা রোববার থেকে আকাশ পরিস্কার হয়ে যেতে পারে। এ দফায় তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে আকাশ কুয়াশায় ঢেকে থাকার জন্য শীতের অনুভূতি বেড়ে যাবে।
আগামী রোববার থেকে তাপমাত্রা বেড়ে চলতি মাসের মাঝামাঝি সময় থেকে আবার তা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সূত্র।