মাঝে সময়ের ব্যবধান তিন সপ্তাহেরও কম। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট শেষ হয়েছে ৩ সেপ্টেম্বর। এর ১৬ দিন পর ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ দল দাঁড়াবে ভারতের সামনে।
ভারত ও পাকিস্তান উপমহাদেশের দুই ক্রিকেট পরাশক্তি, বেশ কয়েক বছর ধরেই যাদের বিপক্ষে খেলা মানে বাংলাদেশেরও দারুণ কিছু করে দেখানোর তেষ্টা। এই দুই প্রতিপক্ষের সঙ্গে খেলায় মাঠে যেমন বাড়তি উত্তেজনা ভর করে, মাঠের বাইরেও ছড়ায় বারুদ পোড়া গন্ধ। কাগজ-কলমে ভারত ও পাকিস্তান বাংলাদেশের কাছে এগিয়ে থাকা প্রতিপক্ষ। হয়তো সে কারণেই তাদের বিপক্ষে গর্জে ওঠার তাড়নাটাও বেশি। সঙ্গে সর্বক্ষেত্রে উপমহাদেশীয় প্রতিদ্বন্দ্বিতার অদৃশ্য আঁচ তো আছেই। সব মিলিয়ে বাংলাদেশ বনাম পাকিস্তান এবং বাংলাদেশ বনাম ভারত ইদানীং অন্তত বাংলাদেশের কাছে অ্যাশেজ–তুল্য সিরিজই হয়ে দাঁড়িয়েছে।