রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিলেন সাবেক জাতীয় দলের ফুটবলার, সাবেক চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ও চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ এর সভাপতি বিপ্লব মারমা। আগামী ১৫ জুন ২০২২ইং তারিখে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ ১৬মে (সোমবার) সকাল সাড়ে ১০ টায় তিনি তাঁর সমর্থদেরকে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার এর নিকট তাঁর মনোনয়ন পত্র জমা দেন। এ সময় ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা সহ তাঁর সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ সময় বিপ্লব মারমা এই প্রতিবেদককে জানান, অতীতে আমি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছি। আশা করছি একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি বিপুল ভোটে জয়লাভ করব।