এই বছর ঈদ উপলক্ষে টানা ৫ দিন সরকারি ছুটি থাকায় রাঙামাটির কাপ্তাইয়ে পর্যটন কেন্দ্র গুলোতে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে।
গত শনিবার হতে গত সোমবার পর্যন্ত কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখা যায় প্রতিদিন গড়ে কাপ্তাইয়ে ১০ হাজারের অধিক পর্যটকের আগমন ঘটেছে। পর্যটন সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, এই ঈদে প্রায় কোটি টাকার মতো ব্যবসা হয়েছে তাদের। ঈদের দিন হতে সোমবার পর্যন্ত পর্যন্ত কাপ্তাইয়ের প্রতিটি বিনোদন কেন্দ্রের রিসোর্টগুলো খালি ছিল না। আবার রিসোর্টে জায়গা না পেয়ে অনেক বিনোদন কেন্দ্রে পর্যটকদের তাঁবুর সামনে রাত্রি যাপন করতে দেখা যায়।
গত সোমবার সন্ধ্যায় কাপ্তাই শিলছড়িতে অবস্থিত বেসরকারি পর্যটন কেন্দ্র নিসর্গ রিভার ভ্যালিতে গিয়ে দেখা যায়, তাদের বিনোদন কেন্দ্রে নির্মিত পড হাউসের সামনে শত শত পর্যটক। এসময় অনেক বিনোদনপ্রেমীরা কর্ণফুলী নদীর পাশে বসে গীটার সহ অন্যান্য যন্ত্র নিয়ে এবং পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে গান গাইছেন।