রাঙামাটি জেলার কাপ্তাইয়ে বিভিন্ন ইউনিয়নের নারীদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় তথ্য প্রকল্পের আয়োজনে বুধবার সকাল ১০টায় উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন পবিষদ প্রাঙ্গনে এই বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের সভাপতিত্বে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তথ্য আপা তাহমিনা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, জাতীয় মহিলা সংস্থার সদস্য ও সাবেক বেগম মনোয়ারা জাহান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহিতা দেওয়ান, কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতার, সাধারন সম্পাদক লেখিকা চাকমা, পৌরসভা মহিলা আওয়ামীলীগের সভাপতি জয়শ্রী দে,ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা প্রমুখ।
উঠান বৈঠকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নারীরা অংশ নেন।