বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা উপলক্ষে রাঙামাটির ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহারের জাদি বট প্রাঙ্গনে আজ বুধবার (২২ মে) সকালে প্রার্থনা সভা ও বটগাছের পানি উৎসর্গ সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। এসময় বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা এবং বুদ্ধ মূর্তিকে স্নান করানো হয়।
অনুষ্ঠানের বাংলাদেশ রাজনিকায় ৬ষ্ঠ তম মহাসংঘনায়ক ও চিংম্রং বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ উঃ পামোক্ষা মহাথের উপস্থিত থেকে এই প্রার্থনা পরিচালনা করেন। এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী’সহ দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।
এদিকে বৌদ্ধ সম্প্রদায়ের শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা নালন্দা বৌদ্ধ বিহার, বারঘোনিয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহার, ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহার, সাফছড়ি বৌদ্ধ বিহার, মুরালি পাড়া বৌদ্ধ বিহার, রাইখালী রায় সাহেব বৌদ্ধ বিহার সহ বিভিন্ন বিহারে ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।