রাঙামাটি জেলার কাপ্তাই হ্রদের পানিতে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। আজ ২২ জুন (বুধবার) জেলা শহরের পর্যটন বিজিবি রোড আমিনা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, এডিসি হিল এলাকার মুশফিকুর রহমানের ছেলে মাহিদুর রহমান মুহিত (১২) ও একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে আহনাফ সাদিব ইনাম (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ২১ জুন (বুধবার) বিকেলে তবলছড়ি পর্যটন বিজিবি রোড আমিনা পাহাড় এলাকায় গোসল করতে যান দুই বন্ধু মুহিত ও ইনাম। এ সময় তারা গোসল করতে নেমে পানিতে ডুবে যান। পরে কাপ্তাই হ্রদের পানিতে দুজনের দেহ ভেসে উঠে। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
৪নং ওয়ার্ড কাউন্সিলর নুরনবী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাল ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।